প্রিন্ট এর তারিখঃ Jan 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
১০ নং নুরুল্ল্যাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নুরুল্ল্যাবাদ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কমিটির তালিকা হস্তান্তর করেন জাতীয়তাবাদী সমবায় দল মান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ মতিন মুরাদ, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে সাহিন আলম, সাধারণ সম্পাদক হিসেবে আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহেল রানা রাজু এবং সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আনোয়ার শেঠ দায়িত্ব পেয়েছেন।
নেতৃবৃন্দ জানান, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই পূর্ণাঙ্গ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত